ভূতের গল্প ।। New Bhuter Golpo 2019 - সুন্দরী মায়াবী তরুনী ভূতের গল্প
![]() |
সুন্দরী মায়াবী তরুনী ভূত |
একজন লােক রাতের ঘন অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল । হাতে ছিল ধিকে ধিকে জ্বলা হারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করল - হারিকেনের আলাে পড়ে রাস্তার পাশে কি যেন একটা ঝিলিক দিয়ে উঠলাে । কৌতুহলী হয়ে লােকটা এগিয়ে গেল সেই দিকে। আর গিয়ে দেখলাে এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখলাে মেয়েটির। ডান হাতের মাঝের আঙুলে একটি হীরের আংটি জ্বল জ্বল করছে। একটু ইতস্তত করে সে হারিকেন টা পাশে বশিয়ে রেখে লাশের আঙুল থেকে। আংটি টা খােলার চেষ্টা করলাে।
কিন্তু আঙুল ফুলে ওঠায় কিছুতেই সেটা খুললাে না। লােকটা তখন তার পকেট থেকে একটা ছুরি বের করলাে এবং তারপর সে সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেললাে। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা সেয়াল ডেকে উঠলাে। লােকটা প্রচন্ড ভয় পেয়ে ঐ আঙুল সহ আংটি টি পকেটে পুরে নিয়ে বাড়ির দিকে ছােটা শুরু করলাে। আর এক ছুটে সে বাড়িতে এসে। কাউকে কিছু না বলে চুপি চুপি আঙুল থেকে আংটি টি ছারালাে। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললাে মাটিতে। এরপর অনেক দিন প্রায় দশ বছর কেটে গিয়েছে। ঐ আংটিটা বেচে ব্যাবসা করে লােকটা এখন অনেক টাকার মালিক। লােকটা সেই মেয়েটার কথা প্রায় ভুলে গেছে।
এক অমবস্যার রাতে সে বাড়িতে একা ছিলাে। আর চারি দিকটা একদম শুনশান নিরব ছিল। হঠাৎ বাইরে দরজার কড়া নড়ে উঠলাে - খট খট খট খট । সে একটু বিরক্তির সাথে গিয়ে দরজা খুললাে। আর দেখলাে দরজার সামনে শাদা শাড়ি পড়ে এক তরুনী দাঁড়িয়ে আছে। মাথায় ঘােমটা দেওয়া থাকলে ও তাতে তার রুপ ঢাকা পড়ছে না। লােকটা গদ গদ হয়ে তাকে প্রশ্ন করলাে - কি ব্যাপার ? কাকে চান ? তরুণী কেমন খসখসে গলায় বলল - ভাই আমি অনেক দূর থেকে এসেছি। যাবাে আপনাদের পাশের গ্রামে। কিন্তু এতরাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচন্ড খিদে পেয়েছে। আমাকে যদি আজরাতে একটু আশ্রয় আর একটু খাবার দিতেন!!! লােকটা যেন এমন সুযােগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা তা ও আবার এমন সুন্দরী মেয়ে। সে বললাে - “আসুন আসুন, কোন চিন্তা নেই সব ব্যাবস্থা হবে”।
সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এল। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখাতে লাগলাে। লােকটা তখন একটু লােভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠলাে। দেখলাে মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে চারটি আঙুল। মধ্যমা আঙুলটা যেখানে থাকার কথা সেখানে নেই আর সেখান থেকে রক্ত ঝরছে। ভয়ে লােকটির আত্মা কেঁপে উঠলাে। সে ভয় পাওয়া গলায় জানতে চাইলাে - “আ...আপনার হাতের আঙুলের কি হয়েছে ?”
তখনই মেয়েটা সরাসরি লােকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল। যা দেখে লােকটা প্রচন্ড ভয় পেয়ে গেল এবং ভয়ে একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদন্ড বেয়ে নেমে গেল। মনে হল মেয়েটাকে সে কথাও দেখেছে। তখনই মেয়েটা ভয়ংকর একটা হাসি দিয়ে বলল মনে পড়ে আজ থেকে দশ বছর আগে জঙ্গলে রাস্তার পাশে একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছিলেন? আপনি লাশের মধ্যমা আঙুলের আংটি টা নেওয়ার যন্য আঙুলটা কেটে নিয়ে ছিলেন। মনে পড়ে আপনার? আপনি যদি লাশটার কথা লােকজনদেরকে বলতেন, তাহলে লাশটা শেয়াল কুকুরে ছিড়ে খেত না। আপনিই তাে আংটির লােভে আঙুল ও পর্যন্ত কেটে নিয়ে ছিলেন। এখন আমার ঐ আঙুল টা দিন। মধ্যমা আঙুল না থাকলে কত যে অশুবিধা সেটা বলে বােঝান যাবেনা।
তখনই লােকটার দশ বছর আগের দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল। এই মেয়েটার লাশ থেকে তাে সে ঐ আংটি টা পেয়েছে। তাহলে এ এখানে এলাে কোথ্যেকে ??? আর কিছু ভাবতেই পারলােনা সে , কিছু ভাববার আগে সে জ্ঞান হারালাে। সকালে বাড়ির লােকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখলাে যখন কেউ দরজা খুলছেনা তখন দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখে লােকটার নিস্তেজ দেহটা মেঝেতে পড়ে আছে। যেন প্রচন্ড আতঙ্কে হা হয়ে আছে। ডাক্তার পরীক্ষা করে বলে অতিরিক্ত মানষিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে। আসলে ঘটনাটা কেউ বুঝতেই পারলােনা, এটা যে লােকটার পাপের শাস্তি।
***এই রকম ভূতের গল্পের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চেনেল টি খুলে | দেখুন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চেনেলটি। | সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টি প্রেস করে দিন। | Click here ....

ConversionConversion EmoticonEmoticon